খাজাঞ্চী একাডেমিতে আলহাজ্ব আব্দুল হান্নান ও নিরুন বেগম ট্রাস্টের অধীনে ১ম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়
আজ ০৩ নভেম্বর ২০২৩ তারিখ আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের অধীনে পরিচালিত বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের ২০ টি প্রাথমিক বিদ্যালয়, ৬ টি কিন্ডারগার্টেন, ৩ টি মাধ্যমিক বিদ্যালয়, ৩ টি দাখিল মাদরাসা, ৪টি ইবতেদায়ী মাদরাসা এবং ১টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সকল প্রতিষ্ঠান প্রধানের নিকট প্রবেশ পত্র বিতরণের কাজ সম্পন্ন করা হয়েছে।
উক্ত মেধাবৃত্তি অনুষ্টানে বিশ্বনাথ উপজেলার নির্বাহী অফিসার, মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, এলাকার জনপ্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত বৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করবেন।
উক্ত পরীক্ষায় ২৫০ জনের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আলহাজ্ব আব্দুল হান্নান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে Abdul Basit Rofi বৃত্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য পরীক্ষা পরিচালনা কমিটিসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।