ক্রেডিট কার্ড ব্যবহার করে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখা উচিত। ক্রেডিট কার্ডের ডিটেইলস ব্রাউজারে সেভ করে রাখলে তা পরে সহজে ব্যবহার করা যাবে, কিন্তু একাউন্ট হ্যাক হয়ে গেলে আপনার ক্রেডিট কার্ডের তথ্য চুরি হয়ে যেতে পারে। তাই ব্রাউজারে আপনার ক্রেডিট কার্ডের তথ্য সেভ করা থেকে বিরত থাকুন। অন্য কারো নিকট আপনার পিন বা পাসওয়ার্ড শেয়ার করা থেকা বিরত থাকুন।
পাবলিক কম্পিউটার থেকে কোনো ধরনের অনলাইন শপিং করতে চাইলে ইনকগনিটো মোড ব্যবহার করুন। তবে ইনকগনিটো মোডেরও সমস্যা আছে। তাই এটা ব্যবহার করে কোনো তথ্য পিসিতে সেইভ করা থেকে বিরত থাকুন।কোনো কারণে আপনার পেমেন্ট প্রসেস না হলে পরবর্তীতে শপিং কার্টে সেভ থাকা প্রোডাক্টগুলো কিনতে পারবেন। কারেন্সি কনভার্ট এর ক্ষেত্রে অধিকাংশ ক্রেডিট কার্ডে ২% থেকে ৪% ফি প্রযোজ্য হয়। আপনি যদি নিয়মিত ইন্টারন্যাশনাল রিটেইলারের কাছ থেকে ক্রেডিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করতে চান, তবে ফরেইন ট্রানজেকশন ফি কম বা নেই এমন কার্ড বেছে নিন।
নিয়মিত সচেতনতার সাথে আপনি প্রযুক্তি ব্যাবহার করুন এবং নিরাপদে থাকুন।